মিসরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ

গত কয়েক দিন ধরে চলমান গণহত্যা ও গ্রেফতারে মিসরীয় নাগরিকদের পাশাপাশি আতঙ্কিত আল আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র ও প্রবাসী শ্রমিকরা।
সেনাদের গুলিতে গত রোববার সন্ধায় পোর্ট সাইদ জেলায় পাবনার সাঈদ নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
তাছাড়া ঐদিন বিকেলে তাবলীগ জামায়াত থেকে ফেরার পথে বেলায়েত হোসাইন নামের এক ছাত্র ও এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে বাংলাদেশি ছাত্র বেলায়েত হেলোয়ান থানায় রয়েছেন। গুলিতে আহত (৩০) সাঈদ লোটাস হাইটেক্স গার্মেন্টস কোম্পানিতে কাজ করেন। তিনি ৮ বছর ধরে মিসরে কর্মরত আছেন।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান সংবাদমাধ্যমকে জানান, কায়রোস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ঢাকাকে সন্ধ্যা ৭.৫৩ টায় ফোনে জানিয়েছেন, সেখানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ সকল বাংলাদেশি অক্ষত ও নিরাপদে আছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button