রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বারাক ওবামা
বিশ্বব্যাপী মুসলমানরা এবাদাত ও সিয়াম সাধনার মাস রমজান শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী যারা রমজান পালন করছেন তাদেরকে উষ্ণ অভিনন্দন জানান।
প্রেসিডেন্ট ওবামা বলেন, যে পবিত্র রমজানের সম্মানে এবং গোটা দেশে আমেরিকান মুসলমানদের অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি হোয়াইট হাউজে বার্ষিক ইফতারে আমেরিকান মুসলমানদের স্বাগত জানানোর প্রতীক্ষায় রয়েছেন।
সৌদি আরব, মিশর, ইরান, ইন্দোনেশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে রমজানের চাঁদ দেখা যাওয়ায়, সে সব দেশে এই পবিত্র মাস শুরু হচেছ বৃহস্পতিবার থেকে। পাকিস্তানে কর্মকর্তারা বলেন সেখানে শুক্রবার থেকে রোজা শুরু হবে।
রমজানের উদ্দেশ্য হচ্ছে মোমিন বান্দারা আল্লাহর নৈকট্য অর্জন করবেন এবং কম ভাগ্যবান লোকদের দুঃখকষ্ট উপলব্ধি করবেন।
বিশ্বের ১৬০ কোটি মুসলমান ঐতিহ্যগত ভাবে খেজুর এবং সামান্য পানি খেয়েই তাদেঁর রোজা ভাঙ্গেন যেমনটি ১৪০০ বছর আগে ইসলামের নবী হজরত মোহাম্মদ (দ:) তাঁর রোজার ভাঙ্গতেন। পরে স্বজন ও বন্ধুদের নিয়ে মুসলমানরা ভোজন করে থাকেন। রমজান মাসে রোজা রাখা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।-ভয়েস অব আমেরিকা