ফিলিস্তিনের ঐক্য সরকার ভেঙে দিলেন আব্বাস
ফিলিস্তিনের জাতীয় ঐকমত্যের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত বছরের এপ্রিল মাসে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মতবিরোধ মিটিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করেছিল। কিন্তু বছর পার হতে না হতেই সে সরকার ভেঙে দেয়া হয়।
প্র্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা নিমর হাম্মাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ গত বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পদত্যাগপত্র জমা দেন এবং প্রেসিডেন্ট তাকে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন।
নিমর জানান, নতুন সরকার গঠনের বিষয়ে ফিলিস্তিনের বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করা হবে। তবে হামাস বলেছে, ফাতাহ এককভাবে সরকার ভেঙে দিচ্ছে এবং তারা এর বিরুদ্ধে।