মোবারককে মুক্তির নির্দেশ আদালতের

Mubarakমিসরের একটি আদালত সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে আজই তিনি মুক্তি পাবেন কি না তা স্পষ্ট নয়। প্রসিকিউশন এ ব্যাপারে আবেদন জানাতে পারবে। হোসনি মোবারকের আইনজীবী ফরিদ আদ দিব জানিয়েছেন, মোবারক (৮৫) বৃহস্পতিবার মুক্তি পেতে পারেন। এই মামলার আবেদনে বলা হয়েছিল, মোবারক রাষ্ট্রীয় সংবাদপত্র আল আহরামের কাছ থেকে উপহার হিসেবে ১১ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন। ইতোপূর্বে অন্য তিনটি মামলায় আদালত শর্তসাপেে মুক্তির নির্দেশ দিয়েছেন। তিনটির মধ্যে দুটি হলো দুর্নীতি-সংক্রান্ত এবং একটি বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে জড়িত থাকা সংক্রান্ত মামলা। বিক্ষোভকারীদের হত্যা করার মামলায় গত বছর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার। কিন্তু আদালত চলতি বছরের প্রথম দিকে তার আবেদন গ্রহণ করে নতুন করে বিচারের নির্দেশ দেয়। এ প্রেক্ষাপটে সাবেক প্রেসিডেন্টের মুক্তির লক্ষ্যে তার বিরুদ্ধে আনা চতুর্থ ও শেষ মামলার বিরুদ্ধেও আপিলের পরিকল্পনা নেন তার আইনজীবী। এই মোবারক পতনের পরই মিসরে প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল। তাতে পার্লামেন্টে মুসলিম ব্রাদারহুড জয়ী হয়েছিল। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি। মিসরের সাংবিধানিক আদালত ইতোপূর্বে পার্লামেন্ট ভেঙে দিয়েছিল। এরপর সামরিক বাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুৎ করে। বর্তমানে আদালতের নির্দেশে মুরসি আটক রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button