জেনেভা আলোচনায় হুথি নেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
ইয়েমেন সঙ্কট নিয়ে জেনেভায় হুথি বিদ্রোহীদের সাথে আলোচনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুথি নেতাকে জুতা নিক্ষেপ করেছেন এক নারী।
ওই হুথি নেতা সেই জুতা আবার নারীর দিকে পাল্টা নিক্ষেপ করে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন। ইয়েমেন সংকট নিরসনে জেনেভায় বৃহস্পতিবার শান্তি আলোচনা শেষে এ ঘটনা ঘটে।
এতে ইয়েমেনি সমাজের গভীর বিভাজনই স্পষ্ট হয়ে উঠেছে।
সৌদি সমর্থিত প্রবাসী ইয়েমেনি সরকার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে এ আলোচনা সভার শেষে হুথি বিদ্রোহীদের সংবাদ সম্মেলন চলাকালে হুথিদের নেতা হামজা আল-হুথিকে, যিনি হুথি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন, লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন এক নারী।
দ্রুতই ওই জুতা আবার পাল্টা নিক্ষেপ করেন হুথি প্রতিনিধি দলের নেতা হামজা।
এরপর ওই নারীর সাথে যোগ দেন আরো ছয় পুরুষ। তারা হুথিদের ‘খুনি’ বলে স্লোগান দেন এবং বলেন তোমরা দক্ষিণ ইয়েমেনে হত্যা ও ব্যাধি ছড়িয়ে দিচ্ছ।
কয়েক মিনিট ধরে এ অবস্থা চলতে থাকে। পরে তাদের বের করে দেয়া হয়।
এদিকে ইয়েমেনের বন্দরনগরী এডেনে ওই নারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ইয়েমেনের সুন্নী সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর গত ২৬ মার্চ থেকে প্রতিবেশী দেশটিতে ইরান সমর্থিত হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।