সিলেটে প্রচন্ড রৌদ্রতাপে পুড়ছে মানুষ
রমজানের দ্বিতীয় দিন শনিবার সিলেটে প্রচন্ড তাপদাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিনের তাপমাত্রা ইতিমধ্যে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
সকাল থেকে কাঠফাটা রোদে মানুষ ও পশুপাখির প্রাণ ওষ্ঠাগত। অতিরিক্ত তাপদাহের কারণে রাস্তাঘাটে দেখা দিয়েছে পরিবহন সংকটও। ফলে কর্মব্যস্ত মানুষ পড়ছেন দুর্ভোগে। কোথাও নেই স্বস্তি।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলিসিয়াস।
জ্যৈষ্ঠ মাসের প্রায় পুরোসময় বৃষ্টি হয়েছে। তবে আষাঢ়ের শুরু থেকে দিনের বেলা তাপমাত্রা বেড়েছে। এ মাসের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়া এরকম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে- আবহাওয়া অফিস।