আফগান পার্লামেন্ট ভবনে হামলা

Afghanistanআফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবানরা। এতে সাত হামলাকারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিশু ও পাঁচজন নারী রয়েছেন।
কাবুল থেকে আল-জাজিরার জেনিফার জানিয়েছেন, তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আফগানিস্তানে নতুন প্রতিরক্ষীমন্ত্রীর পরিচয়ের দিন এই হামলার ঘটনা ঘটলো।
পুলিশ জানিয়েছে, হামলার সময় বড় বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। পুরো পার্লামেন্ট খালি করে দিয়েছে পুলিশ।
দেশটির উপ স্বরাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র নাজিব ডেনিস এএফপিকে বলেন, হামলার পরিসমাপ্তি ঘটেছে। এ ঘটনা জড়িত ছয়জন পার্শ্ববর্তী একটি ভবনে প্রবেশের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে  নিহত হয়েছেন। হামলাকারী আরেকজন পার্লামেন্ট ভবনের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণের সময় নিহত হয়েছেন।
সরাসরি সমপ্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘটনার পর সংসদ সদস্যদের ভবন থেকে বের করে আনা হচ্ছে। এ সময় ভবন থেকে ধোঁয়াও উড়তে দেখা যায়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আমরা দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। এছাড়া তুমুল গোলাগুলির শব্দ শুনেছি।
আল-জাজিরার প্রতিবেদক জানান, সকালে পার্লামেন্ট ভবনের বাইরে গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপর পার্লামেন্টের পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে গুলি চালানো হয়।
পরে নিরপত্তাবাহিনীর গুলিতে ছয়জন হামলাকারীই নিহত হন। এর আগে আত্মঘাতী ঘাড়ি বোমা হামলায় নিহত হন আরো একজন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button