ব্রিটেনে লম্বা দিনের রোজা রাখছেন মুসল্লিরা

Iftarসামার টাইমে প্রায় ১৯ ঘন্টা রোজা রেখে চলছেন ব্রিটেনের ধর্মপ্রাণ মুসল্লিরা। লম্বা দিন ও গরম আবহাওয়ার সঙ্গে রোজা রাখতে কিছুটা সমস্যা হলেও তা মানিয়ে নিচ্ছেন তারা। তবে রোজার সময় কমানোর কোনো সুযোগ নেই বলে জানালেন বিষেশজ্ঞরা। অন্যদিকে রোজা উপলক্ষে ইস্ট লন্ডনের বাঙালী পাড়ায় ক্রমেই জমে উঠছে ইফতা সামগ্রির বেচা কেনা।
নাজাত এবং সিয়াম সাধনার মাসে দিনে প্রায় ১৯ ঘন্টার বেশি রোজা রাখতে হচ্ছে ইউকের মুসল্লিদের। মাসের শুরুতে রোজার সময়সূচী কমানো প্রসঙ্গে সাংবাদ মাধ্যমে কথা উঠেছিলো। তবে সেই সুযোগ নেই বলে জানালেন ইসলামিক বিশেষজ্ঞরা। প্রায় ১৯ থেকে ২০ ডিগ্রি তাপমাতায় এবার রোজা রাখছেন ইউকের মুসল্লিরা।
এদিকে এবার লম্বা দিনে রোজা রাখছেন বাংলাদেশের মুসল্লিরাও। দেশে এবার রোজা হচ্ছে প্রায় ১৫ ঘন্টা। সবচাইতে কম অর্থাৎ প্রায় সাড়ে ১১ ঘন্টা রোজা রাখছেন অস্ট্রেলিয় মুসলিমরা। আর সৌদি আরবে এবার রোজা হচ্ছে প্রায় ১৫ ঘন্টা। ইউকের মুসল্লিদের লম্বা দিনে রোজা রাখার অভিজ্ঞতা ভালো মন্দে মিশ্রিত। মুসল্লিরা জানালেন, লম্বা দিন এবং গরম, দুই দিলে কিছুটা সমস্যা হলেও কেটে যাচ্ছে।
ওদিকে ব্যবসায়ীরা জানালেন, রোজা উপলক্ষে ইফতার সামগ্রির বেচাকেনা ধীরে ধীরে জমে উঠছে। বাঙালী অধ্যুষিত ইস্ট লন্ডনের বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে দেখা গেছে ইফতার সামগ্রি বিক্রির ধুম। মিস্টি, ছানা, জিলাবি ইত্যাদি সামগ্রি বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা। তবে আত্মীয় স্বজনদের ইফতার খাওয়ানোর পর্ব শুরু হলে বেচাকেনার মাত্রা আরো বাড়বে বলে আশা করছেন তারা। আর প্রায় সপ্তাহখানেক পরে পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা শুরু হয়ে যাবে বলেও জানালেন ব্যবসায়ীরা। সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button