রমজানে ব্রিটেনে বিক্রি বাড়ছে ১২০০ কোটি টাকার
ব্রিটেনের সুপারমার্কেটগুলোতে বিক্রি ১০ কোটি পাউন্ড বা ১২২০ কোটি টাকা বাড়বে। ব্রিটেনে প্রায় ৩০ লাখ মুসলিমের বাস। রমজানের ইফতার ও সেহরির জন্য তারা বাড়তি এই অর্থ ব্যয় করবেন।
সুপার মার্কেটগুলো মুসলিম ক্রেতাদের ওই আয়োজনকে লুফে নিতে চেষ্টার কোনো কমতি রাখছে না। হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির ঘোষণা দিচ্ছে বড় বড় সুপার মার্কেটগুলো।
সংশ্লিষ্টরা বলছেন, পণ্য বিক্রির দিক থেকে ব্রিটেনে বড় দিন ও ইস্টারের পরেই এখন তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হচ্ছে পবিত্র রমজান মাস।
এ মাসে মরিসন্স ২০ লাখ টান চাল বিক্রির আশা করছে। সেইন্সবারির চাল বিক্রিও গত বছরের তুলনায় দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। আর রমজান উপলক্ষে টেসকোর বিক্রি ৩ কোটি পাউন্ড বৃদ্ধি পাবে।
রমজান উপলক্ষে সেইন্সবারির ২৭০টি স্টোরে এবং টেসকোর ৩০০ স্টোরে বিশেষ অফার চলছে।
অন্যদিকে এ সময় ৮০,০০০ বাক্স খেজুর বিক্রির আশা করছে মরিসন্স।
কোম্পানিটি এ মাসে আমিরা চাল বিক্রিতে ৫০ ভাগ মূল্যছাড় দিয়েছে। ফলে তাদের বিক্রি ৪০ ভাগ বাড়বে বলে আশা করা হচ্ছে।