যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবে না : ফ্রাঁসোয়া ওলান্দ
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেছেন, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবেনা। তিনি বলেছেন, এমন নজরদারি দেশটির নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ফরাসি নেতাদের ওপর কোন গুপ্তচরবৃত্তি চালানো হবেনা এমন প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান থাকা উচিত।
উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে দেখা গেছে মার্কিন নজরদারির হাত থেকে ফ্রান্সের প্রেসিডেন্টরাও রক্ষা পাননি।
উইকিলিকসের ফাঁস করা তথ্যে দেখা যাচ্ছে, ২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, পূর্বসুরি নিকোলা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপন নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ।
এনএসএ অবশ্য এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি। এ তথ্য ফাঁসের পরই এই ইস্যুতে ফ্রাঁসোয়া ওলান্দ প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন।