লন্ডনে রেল লাইনে পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু
লন্ডনে রেল লাইনে পড়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাউথ লন্ডনের ইলিং ব্রডওয়ে স্টেশনে শিশুসহ এক মহিলা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে দ্রুতগামি একটি ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেন। বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ইলিং ব্রডওয়ে স্টেশন থেকে বিকাল ৬টা ১০ মিনিটে পুলিশ ডাকা হয়। খবর পেয়ে বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ, মেট্টপলিটান পুলিশ, লন্ডন এম্বুলেন্স এবং লন্ডন ফায়ার ব্রিজ গিয়ে রেল ট্র্যাক থেকে দুই মৃত দেহ উদ্ধার করে। তবে কিভাবে শিশুসহ মহিলা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়লেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সন্ধ্যার ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মে ঘরমুখি বিপুল সংখ্যক যাত্রীর একজন জানিয়েছেন, তিনি একজন মহিলাকে ট্র্যাকে দেখে বিষ্মিত হয়ে গেছেন। তবে মুহুর্তের মধ্যেই একটি ট্রেইনও চলে আসে বলে জানান তিনি। ট্রেইনটি পেডিংটন থেকে কার্ডিফ যাচ্ছিল। এর প্রায় দুই সেকেন্ডের মধ্যেই চিৎকার চেচাঁমেচি শুরু যায়। তবে ঘটনার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ পুরো প্ল্যাটফর্ম খালি করে দেয়। একই সঙ্গে বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ তদন্ত শুরু করে। ইলিং ব্রডওয়ে স্টেশন থেকে বিকাল ৬টা ১০ মিনিটে পুলিশ ডাকা হয়। খবর পেয়ে বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ, মেট্টপলিটান পুলিশ, লন্ডন এম্বুলেন্স এবং লন্ডন ফায়ার ব্রিজ গিয়ে রেল ট্র্যাক থেকে দুই মৃত দেহ উদ্ধার করে। তারা ট্রেইনের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হন। তবে কিভাবে এ মহিলা শিশুসহ রেল ট্র্যাকে আসলেন সে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ । আপতত এ ঘটনা বা মৃত্যুর কারণ হিসাবে পুলিশ এর বেশি কিছু বলছে না। তবে এ ব্যাপারে কারো কোনো তথ্য জানা থাকলে ০৮০০৪০৫০৪০ এ নাম্বারে টেলিফোন করে ২৩শে জুনের ইন্সিডেন্ট নাম্বার ৪৭১ এর ব্যাপারে তথ্য প্রদানের আহ্বান করেছে পুলিশ।