পূর্ব ইউরোপে ৪০ হাজার সেনা মোতায়েন করবে ন্যাটো
পূর্ব ইউরোপে স্পেয়ারহেড ফোর্স নামে পরিচিত বিশেষ বাহিনীর ৪০ হাজার সেনা মোতায়েন করবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট। জোটের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে বুধবার ব্রাসেলসে এ ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। বর্তমানে এ বাহিনীর ১৩ হাজার সেনা মোতায়েন রয়েছে।
এ সংখ্যা তিনগুণের বেশি বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, এতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করা হবে
স্টোলেনবার্গ বলেন, সংকটের সময় রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রেখে যত দ্রুত সম্ভব সেনা মোতায়েন করতে পারবে ন্যাটো।
এছাড়া ইউরোপে মার্কিন সামরিক যন্ত্রপাতি মোতায়েনের মার্কিন সিদ্ধান্তকে ন্যাটো সদস্যারা স্বাগত জানিয়েছে দাবি করে স্টোলেনবার্গ বলেন, এতে এ জোট আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেনি।
তিনি আরো দাবি করেন, রাশিয়ার সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামবে না ন্যাটো কিন্তু মিত্রদের রক্ষা করার দায়িত্ব রয়েছে এ জোটের।
ন্যাটো মস্কোর সঙ্গে সংলাপের যে লক্ষ্য নির্ধারণ করেছে জোটটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হলে তার ব্যত্যয় ঘটবে না বলেও দাবি করেন তিনি।
ন্যাটো জোটের মহাসচিব বলেন, শক্তিশালী প্রতিরক্ষাই হলো রাশিয়ার সঙ্গে আলোচনার অন্যতম শর্ত।