৪০ হাজার অভিবাসীকে স্থান দেবে ইউরোপীয় ইউনিয়ন
সমদ্রপথে ইতালি ও গ্রিসে পৌঁছানো অভিবাসীদের মধ্য থেকে ৪০ হাজার অভিবাসীকে স্থান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ান। বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সম্মেলনের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক জানান, আগামী দুই বছরে এই ৪০ হাজার অভিবাসীকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভাগ করে নেয়া হবে।
তিনি বলেন, তবে কোনো দেশের জন্য কোটা বা বাধ্যবাধকতা থাকবে না। কেবল সংহতির মধ্য দিয়েই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারি।
বৈঠকে আরো ২০ হাজার অভিবাসীকে ইউরোপের বাইরে পুনর্বাসনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান ইইউ নেতারা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে গ্রিসে ৬৩ হাজার এবং ইতালিতে ৬২ হাজার অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে।