শান্তিতে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ

GPIদক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।  বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
বাংলাদেশের আগের দুটি অবস্থান ভুটান ও নেপালের।  বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮৪তম।  শান্তির সূচকে আমেরিকা  ৯৪তম।  আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ।
চলতি সপ্তাহে বৈশ্বিক সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস ‘গ্লোবাল পিস ইনডেক্স’ (জিপিআই) নামে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর একটি সূচক প্রকাশ করেছে।
সূচকে ইতিবাচক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।  সূচক প্রকাশে সহিংসতার মাত্রা, অভ্যন্তরীণ ও বহির্মুখী সহিংসতা ও সামরিক শাসনের মত বিষয়গুলো বিবেচনা করেছে সংস্থাটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে সূচকের শীর্ষে আইসল্যান্ড।  বিশ্বের শীর্ষ ১০টি শান্তিপূর্ণ দেশের মধ্যে ছয়টি দেশ ইউরোপ মহাদেশের।  বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া।
ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল ইউরোপ।  এখানে অভ্যন্তরীণ ও বৈদেশিক সহিংসতা কম।
সবচেয়ে কম শান্তিপূর্ণ বা সহিংসতাপূর্ণ দেশ হিসেবে সূচকের তলানিতে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের চেয়েও পিছিয়ে যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪তম।  আর বাংলাদেশের অবস্থান ৮৪তম।  সামরিকীকরণ, নরহত্যা ও সহিংসতার ঝুঁকির কারণেই পেছনের সারিতে আমেরিকা।
প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সহিংসতা কিছুটা বাড়ার কারণে দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে সূচকে উঠে এসেছে। এই অঞ্চলের দেশগুলো খুব বেশি একটা এগোতে পারেনি।  কিন্তু ভুটান, নেপাল ও বাংলাদেশের ইতিবাচক অর্জন হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button