রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ভ্যাটিকানের স্বীকৃতি
ভ্যাটিকান নতুন একটি চুক্তির মাধ্যমে ’ফিলিস্তিন রাষ্ট্রকে’ স্বীকৃতি দিয়েছে। শুক্রবার ভ্যাটিকান ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে তাদের সাথে চুক্তি করে। তবে উভয় পক্ষ তা অনুমোদন করলে কার্যকর হবে। ভ্যাটিকানে বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি।
চুক্তিতে বলা হয়েছে, ফিলিস্তিন ভূখণ্ডের ভূমি, কর ও ধর্মীয় স্বাধীনতা নিয়ন্ত্রণ করবে ফিলিস্তিনিরা।
তবে ইসরাইল এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাশান এক বিবৃতিতে বলেন, এর ফলে ইসরাইল ভূমিতে ইহুদিদের ঐতিহাসিক অধিকার অগ্রাহ্য করা হয়েছে।