৩০ জুন ঘটতে যাচ্ছে লিপ সেকেন্ড

satelliteমানুষ লিপইয়ারের সঙ্গে যতটা পরিচিত লিপ সেকেন্ড-শব্দটির সঙ্গে বোধহয় ততটা পরিচিত নন। কিন্তু ২০১৫ সালের ৩০ জুন  ঘটতে যাচ্ছে লিপ সেকেন্ড। ৩০ জুন দিনটির মেয়াদ এক সেকেন্ড বেশি হবে।
নাসার পক্ষ থেকে পুরো বিষয়টির কারণ জানানো হয়েছে। নাসার গদ্দার্দ স্পেস ফ্লাইট সেন্টারের তরফ থেকে ড্যানিয়েল ম্যাকমিলান জানিয়েছেন, পৃথিবীর ক্রমশ কমতে থাকা দৈনিক অর্থাৎ আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য এই জুন মাসে অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে৷ ফলে আগামী ৩০ জুন রাত ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই ১ জুলাইয়ের সূচনা হবে না৷ আরও এক সেকেন্ড অপেক্ষা করতে হবে বিশ্বের সর্বত্রই।
পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে৷ তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসি-তে ১ সেকেন্ড যোগ করা হবে৷ জুন মাসে সাধারণত ৮৬,৪০০ সেকেন্ড থাকে৷ এ বার তা হবে তার থেকে এক সেকেন্ড বেশি।
সাধারণত, ঘড়িতে ২৩:৫৯:৫৯- এর পরই 00:00:00  অর্থাৎ পরের দিন হয়। কিন্তু ৩০ জুন ২৩:৫৯:৫৯- এর পর হবে ২৩:৫৯:৬০। এবং তার পরে হবে 00:00:00  অর্থাৎ পরের দিন, ১ জুলাই।
তবে ব্যাপারটি এই প্রথম ঘটছে না৷ ১৯৭২ সালে প্রথম লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button