ফিরিয়ে আনা হয়েছে কয়েক হাজার ব্রিটিশ নাগরিককে
তিউনিসিয়ার একটি পর্যটন অবকাশ কেন্দ্রে শুক্রবারের হত্যাকান্ডের পর কয়েক হাজার ব্রিটিশ পর্যটককে শনিবার দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পর্যটন প্রতিষ্ঠানসমূহ।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ নিশ্চিত করেন যে, শুক্রবারের হত্যাকান্ডে নিহতদের বেশির ভাগই ব্রিটিশ নাগরিক।
রাজধানী তিউনিস থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে সুসে এলাকার শহরতলীতে অবস্থিত রিউ ইম্পেরিয়াল মারহাবা হোটেলে শুক্রবার এই নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে।
টিইউআই ইউকে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পর্যটন কোম্পানি থমসন ও ফার্স্ট চয়েস জানায়, তাদের গ্রাহকরা এই হত্যাযজ্ঞের শিকার হয়েছেন।
কোম্পানিগুলোর এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত হয়েছি যে হতাহতদের বেশ কয়েকজন থমসন ও ফার্স্ট চয়েসের গ্রাহক’।
বিবৃতিতে বলা হয়, থমসন এয়ারওয়েজের দশটি ফ্লাইট থমসন ও ফার্স্ট চয়েসের প্রায় আড়াই হাজার গ্রাহককে দেশে ফিরিয়ে আনবে।