ভয়াবহ সন্ত্রাসবাদের হুমকির মুখে ব্রিটেন : ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভয়াবহ সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে তার দেশ। গত শুক্রবার তিউনিশিয়ায় সন্ত্রাসী হামলায় এক ডজনের বেশি ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার পর ক্যামেরন এ কথা বললেন।
সারে’র গিল্ডফোর্ডে ব্রিটিশ জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, ভয়াবহ সন্ত্রাসের হুমকির মুখে রয়েছে দেশ। তবে এ অবস্থায়ও জনগণকে শান্ত থাকতে হবে। দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য তিনি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। এক্ষেত্রে পুলিশ ও সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনীকে সহযোগিতার কথাও বলেন তিনি।
তিউনিশিয়ার সমুদ্রোপকুলবর্তী শহর সোসিতে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে এর মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে যে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে তার পেছনে ব্রিটেন ও আমেরিকার সরাসরি মদদ রয়েছে। এ কারণে সব ধরনের সন্ত্রাসবাদের হুমকিও তাদের জন্য বেশি। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে দেশ দুটিকে সুস্থ ও স্বচ্ছ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।