গাজাগামী জাহাজ আটকে দিল ইসরায়েল
গাজাগামী একটি জাহাজ গতিরোধ করে ইসরায়েলি বন্দরে নিয়ে গেছে ইসরায়েলের নৌ-সেনারা। জাহাজে গাজাপন্থি অধিকারকর্মীরা রয়েছেন।
গাজা উপত্যকায় যাওয়ার জন্য সমুদ্রপথে ইসরায়েল ও মিশর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তা ভাঙতে চায় অধিকারকর্মীরা।
এদিকে ইসরায়েল জানিয়েছে, জাহাজে তল্লাশি চালানো হলেও কোনো সহিংসতা হয়নি।
অন্যদিকে অধিকারকর্মীরা এর আগে জানান, গাজার জন্য মানবিক সহায়তা হিসেবে ওষুধ ও সোলার প্যানেল বহন করা হচ্ছে এই জাহাজে।
সোমবার জাহাজটির গতিরোধ করে ইসরায়েলি নৌসেনারা। চারটি ছোট জাহাজ নিয়ে গঠিত নৌবহর গাজা উপকূলের দিকে আসছিল। এরমধ্যে ম্যারিয়ানি নামের জাহাজটি বহরের নেতৃত্বে ছিল। এই জাহাজটির গতিরোধ করে এর নিয়ন্ত্রণ নেয় নৌসেনারা এবং ইসরায়েলের বন্দরের দিকে নিয়ে যায়। গাজার উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে ম্যারিয়ানির গতিরোধ করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির গতিবিধি পরিবর্তনের পরামর্শ দেয় নৌবাহিনী। কিন্তু তা না মানায় জাহাজটির গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। জাহাজটি এখন ইসরায়েলের আশহোদ বন্দরে রয়েছে।