তিউনিসিয়ায় নিহত ৩০ জনই ব্রিটিশ নাগরিক
তিউনিসিয়ায় সমুদ্র সৈকতে এক অবকাশ যাপন কেন্দ্রে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই ব্রিটিশ নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
বলা হচ্ছে ২০০৫ সালে লন্ডন বোমা হামলার পর সবচে বড় সন্ত্রাসবিরোধী অপারেশন শুরু করতে যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। ইতিমধ্যেই এ কাজে ছয়শো কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। এছাড়া হামলাকারী বন্দুকধারীকেও ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে।
হামলাকারী একজন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এবং ইসলামিক স্টেট-এর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তিউনিসিয়ার পুলিশ এখন হামলাকারীর পরিবার ও কাছের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।