২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস
২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হয়েছে। মঙ্গলবার দুপুরে সংসদে দুই লাখ ৯৫,১০০ কোটি টাকার এই বাজেট পাস হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
স্পিকার প্রস্তাবিত বাজেট কণ্ঠ ভোটে দেন। পরে সরকারি দল ও বিরোধী দলের পূর্ণ সমর্থনে পাস হয় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট।
এর মাধ্যমে বিদায় নিলো ২০১৪-১৫ অর্থবছর। আর শুরু হলো নতুন অর্থবছর। ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এ বাজেট কার্যকর শুরু হবে।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত বাজেটের ওপর সোমবার পর্যন্ত ২১৯ জন মন্ত্রী ও সংসদ সদস্য ৫৭ ঘণ্টা আলোচনা করেন।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, এবার বাজেটের ৯৫.৭ শতাংশই বাস্তবায়িত হবে। এটি উচ্চাভিলাসী বাজেট, তবে বাস্তবায়ন যোগ্য।
অধিবেশনের শুরুতেই স্পিকার সংসদকে জানান, এ পর্যন্ত ৫৬টি মঞ্জুরি দাবি পাওয়া গেছে। এছাড়া ১০ জন সংসদ সদস্যের ৫২৫টি ছাটাই প্রস্তাব পাওয়া গেছে।
এই ১০ জন মধ্যে সাতজন বিরোধী দল জাতীয় পার্টির ও তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য। এর মধ্যে ৭টি মন্ত্রণালয়ের ওপর আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন সংসদ সদস্যরা। বাকি মন্ত্রণালয়গুলো সরাসরি ভোটে দেওয়া হয়।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ৯৫,১০০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে এটি ছিল দুই লাখ ৫০,৫০৬ কোটি টাকা।