যুক্তরাষ্ট্রে আলজাজিরা সম্প্রচার শুরু
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সম্প্রচার শুরু করেছে ‘আলজাজিরা আমেরিকা’। নিউইয়র্কভিত্তিক এই চ্যানেলটি যুক্তরাষ্ট্রের ৪ কোটি ৮০ লাখ বাড়িতে সরাসরি সম্প্রচারিত হবে।
আলজাজিরার প্রেসিডেন্ট কেইট ও ব্রিয়ান সম্প্রচার শুরু হওয়ার আগে জানান, বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে আলজাজিরার সম্প্রচার নিয়ে কাজ করে আসছিলেন।
তিনি জানান, নিউইয়র্কে প্রধান কার্যালয় ও ১২টি প্রধান শহরে ব্যুরো অফিস নিয়ে যাত্রা শুরু করেছে সংবাদভিত্তিক এ টেলিভিশন চ্যানেলটি। নয় শতাধিক সাংবাদিক ও কর্মকর্তা এখানে কাজের জন্য যোগ দিয়েছেন।
কেইট ও ব্রিয়ান জানান, দর্শকদের জন্য ১৪ ঘণ্টার সরাসরি সংবাদ সম্প্রচার থাকছে। এ ছাড়া ২৪ ঘণ্টার এ চ্যানেলটিতে থাকছে পর্যালোচনাভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ও নানা তথ্যচিত্র।
তিনি বলেন, আমাদের অত্যাধুনিক ও অসাধারণ প্রতিবেদন উৎস কাজে লাগিয়ে মার্কিন জনগণের জন্য বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করা হবে। সব ধরনের সংবাদ সব সময় আলজাজিরা প্রচার করবে বলে আশ্বাস দেন ব্রিয়ান।