সিলেটে সাংবাদিকদের সম্মানে র্যাব-৯ এর ইফতার মাহফিল
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর উদ্যোগে সিলেটের সকল মিডিয়া ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সিলেটে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে শরীক হন। গত বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাসিন ফেরদৌস আহমদ খান পিএসসি জিডি (পি) বলেন, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই প্রত্যয় নিয়ে সমাজ থেকে অপরাধ দমনে র্যাব-৯ এর চৌকস সদস্যরা আগামীতেও কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শরীক হন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক জালালাবাদের বার্তা সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ সোহেল, দৈনিক কাজির বাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিলেট প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর হুমায়ুন কবির পিএসসি, মিডিয়া অফিসার এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এএসপি পংকজ কুমার দে, এএসপি জিনিয়া চাকমা, এসআই মোশারফ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, এটিএন বাংলার সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, সাংবাদিক শামছুল ইসলাম শামীম, সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, সাংবাদিক ওয়েস খসরু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনছুর, ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, খালেদ আহমদ প্রমুখ।