মহারাষ্ট্রে মাদরাসার স্বীকৃতি নেই
ভারতের বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার মাদরাসাকে স্কুলের স্বীকৃতি দিচ্ছে না। বিতর্কিত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে সরকার, জেলা প্রশাসনকে মাদরাসার ছাত্রছাত্রীদের ‘স্কুলের বাইরের শিশু’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে।
মাদ্রাসাগুলিতে স্বীকৃত বোর্ডের পাঠ্যক্রম পড়ানো হয় না বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, জানাচ্ছে সরকারি সূত্র। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন মুসলিম নেতা ও বিরোধীরা। জমিয়ত উলেমা এ হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ‘যেটা হয়েছে, সেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় নিরুপম বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে শিশুদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। আমরা বিষয়টিকে রাজ্য বিধানসভায় তুলব।’
২০১৩-র সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে প্রায় ১.৫ লাখ ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছে ২০০০ মাদরাসা। এদের সবাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সরকারের সিদ্ধান্তে স্কুলের বাইরের শিশু হিসেবে বিবেচিত হবে। কোন শিশুরা ফর্মাল এডুকেশন পায় না, কারা স্কুলের বাইরের শিশু, তা খুঁজে বের করতে ৪ জুলাই সমীক্ষা করবে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর।