‘হজ ব্যবস্থাপনায় দ. এশিয়ায় শীর্ষে বাংলাদেশ’

Bimanহজ ব্যবস্থাপনায় শীর্ষে থাকা নিয়ে সৌদি আরবের হজ মন্ত্রণালয় বাংলদেশকে প্রশংসাপত্র দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন,  চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৯ হাজার ১৭৫ জন।
হজ ব্যবস্থাপনায় শীর্ষে থাকা নিয়ে সৌদি আরবের হজ মন্ত্রণালয় বাংলদেশকে প্রশংসাপত্রও দিয়েছে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়,  সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় হজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের দায়িত্ব গ্রহণের পর গত চার বছরে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে।
হজ ব্যবস্থাপনায় উন্নতি এবং জনগণের আয় বৃদ্ধির কারণে গত চার বছরে হজ যাত্রীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছ বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার আগে ২০০৮ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল প্রায় ৪৭ হাজার।
জাতীয় হজ প্রশিক্ষণ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
এ কর্মসূচি হজযাত্রীদের সুন্দর ও সুষ্ঠুভাবে হজ পালনের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হজ পরিচালক মো. বজলুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button