গ্রিস ছেড়ে পালাচ্ছে হাজারো তরুণ
দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে গ্রিসের হাজার হাজার তরুণ। ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার দেখে আত্মনির্বাসনের পথ বেছে নিয়েছে তারা। ঋণখেলাপির দায়ে জর্জরিত দেশটিতে বেকারত্ব এখন গগনচুম্বী।
অর্থনৈতিক সংকট চলতে থাকায় ২০১০ সাল থেকে এ পর্যন্ত দেশত্যাগ করেছে প্রায় ২ লাখ তরুণ। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়া টাইমসের এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০১০ সাল থেকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে ভুগছে গ্রিস। দেশটির ৫০ ভাগ জনশক্তি বেকার। যারা কাজ করছেন তারা বেতন পাচ্ছেন আগের তুলনায় অর্ধেক।
ইন্ডেভর গ্রিস নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান জানায়, গ্রিস ছেড়ে অন্তত ২ লাখ কর্মক্ষম বেকার তরুণ বিদেশ পাড়ি জমিয়েছে।