আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডায় বিমানের সরাসরি ফ্লাইট
আগামী বছরের শুরুতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গত বুধবার কানাডার সঙ্গে এবং এর আগে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মন্ত্রীর নেতৃত্বে একটি দল কানাডায় সফর করবেন এবং ঐ সময় এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। মন্ত্রী বলেন, চুক্তির ফলে দুই দেশের সঙ্গে বিমান চলাচল উন্মুক্ত হলো। সপ্তাহে তিন দিন করে তিনটি যাতীবাহী উড়োজাহাজ ও তিনটি কার্গো উড়োজাহাজ দু’দেশে চলাচল করবে।তিনি বলেন, প্রথমে গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর আগামী বছর দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পাওয়ার তিন-চার মাসের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবেন। দুই দেশের জন্য ফিফথ (পঞ্চম) ফ্রিডম পেয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, কোনো যাত্রী চাইলে ঢাকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে যেতে পারবেন।