গাফফার চৌধুরীকে তওবা পড়ার দাবি সংসদে
আল্লাহর ৯৯ গুণবাচক নাম, রাসুল (স.) ও সাহাবীদের নিয়ে কটূক্তি করায় আওয়ামীপন্থী কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে তওবা করে আবার মুসলমান হওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানান তিনি।
ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ‘গাফফার চৌধুরী লন্ডন থেকে চলে গেলেন আমেরিকায়। সেখানে গিয়ে তিনি একটি বিবৃতি দিলেন। আল্লাহর ৯৯ গুণবাচক নাম নিয়ে তিনি একটি বিতর্কমূলক কথা বললেন, আল্লাহর রসুল সম্পর্কে বিতর্কমূলক কথা বললেন, সাহাবীদের সম্পর্কে বিতর্কিত কথা বললেন; যা তিনি বলতে পারেন না।’
ফরাজী বলেন, ‘তিনি যা বলেছেন তা একজন মুসলমান এ সব কথা বলতে পারে না। যদি বলেন তা হলে তিনি মুরতাদ হয়ে যান। তাই আমি তাকে অনুরোধ করব, রোজার মাস মাগফিরাতের মাস। এ মাসেই আল্লাহ কুরআন নাজিল করেছেন। তাকে আমি অনুরোধ করছি তওবা করতে।’
তিনি বলেন, ‘এ জন্য সরকারের কোনো দায়-দায়িত্ব নেই। যেহেতু এটা সরকারের ব্যাপার নয়। এটা সত্য সামাজিক অস্থিরতা এখানে হবে না। আমরা তাকে অনুরোধ করি রোজার মাসে তিনি যেন তওবা করে আবার সত্যিকার মুসলমান হন। তা না হলে তার মুসলমানিত্ব থাকে না।’
ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ‘বাঙালির হাজার বছরের সংস্কৃতিক ঐহিত্য আছে। আমরা উদার সহনশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক একটি জাতি। আমরা হিন্দু-মুসলিম সবাই সামাজিক সম্প্রীতি বজায় রেখে চলি। কেউ কারো ধর্মে কখনো আঘাত করে না। বাংলাদেশের মানুষের এমন চরিত্র যে তারা নিজের ধর্ম যেমন পালন করে অপরের ধর্মের প্রতিও তেমন সম্মান প্রদর্শন করে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যায় না। এটা দেওয়ার রেওয়াজ নেই। কোনো ধর্মের মানুষকে আমরা আঘাত দিতে পারি না।’
তিনি বলেন, ‘আমরা ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল। ধর্মের প্রতি আমরা বেশী আবেগ আপ্লুত হই। ধর্মের প্রতি এ আবেগ অনুভূতি আমরা চিরায়াতভাবে অর্জন করেছি। এ বিশ্বাসের আলোতেই আমরা পথ চলি। আমাদের বিশ্বাসের নামই হলো ধর্ম।’