পদত্যাগ করলেন গ্রিক অর্থমন্ত্রী
গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঋণসঙ্কট থেকে উত্তরণের প্রশ্নে আয়োজিত গণভোটে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘না’ ভোট দিয়েছে বেশিরভাগ গ্রিক। গণভোটের ফলাফল নিয়ে যখন নানা জল্পনা কল্পনা চলছে তখনই অর্থমন্ত্রী ইয়ানিসের তরফ থেকে পদত্যাগের ঘোষণা এলো। এ খবর দিয়েছে আল-জাজিরা।
নিজের ব্লগে দেয়া এক বিবৃতিতে ভারুফাকিস বলেন, ইউরোজোনের কিছু সদস্যের পক্ষ থেকে অর্থমন্ত্রীদের বৈঠকে তাকে স্বাগত নয় বলে ইঙ্গিত দেয়া হয়েছিল। এ কারণেই তিনি অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন বলে উল্লেখ করেন।
ঋণ সঙ্কট থেকে উত্তরণে সমঝোতায় পৌছুতে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে সহযোগিতা করাটাই তার লক্ষ্য বলে জানান ইয়ানিস। গ্রিসের গণভোটের পর এ সঙ্কট নিয়ে ইউরোপ নেতৃবৃন্দের আগামীকাল বৈঠকে বসার কথা রয়েছে।
এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে প্যারিসে এ নিয়ে আলোচনায় বসবেন। আর ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংক গ্রিক ব্যাংকগুলোকে অর্থায়ন অব্যাহত রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবে।