ব্রিটেনে গৃহহীন তরুণদের প্রকৃত চিত্র, আশ্রয়প্রার্থীর সংখ্যা ৮৩ হাজার
ব্রিটেনে গৃহহীন তরুণের প্রকৃত সংখ্যা দাপ্তরিক হিসেবের চেয়েও তিনগুণ বেশি। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের হাউজিং বিশেষজ্ঞদের চালানো এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার ওই গবেষণার ফলাফল সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশিত হয়। গবেষণায় যে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, গত এক বছরে অন্তত ৮৩ হাজার গৃহহীন তরুণকে আশ্রয়ের জন্য বিভিন্ন সমাজ সেবা পরিষদ ও দাতব্য প্রতিষ্ঠানের কাছে হাত পাততে হয়েছে। অথচ ডিপার্টমেন্ট ফর কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট এর হিসাব মতে, ব্রিটেনের তরুণ গৃহহীনদের সংখ্যা মাত্র ২৬ হাজার ৮৫২ জন। আর ব্রিটেনজুড়ে সবসময়ই ৩৫ হাজার তরুণকে গৃহহীনের জন্য তৈরি আবাসন প্রকল্পের দ্বারস্থ হতে হয়। তবে গবেষকদের মতে, বাস্তবে আরো বেশি সংখ্যক গৃহহীন তরুণ গৃহহীনদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের আশ্রয়ে থাকে। গৃহহীনদের সহায়তার জন্য গঠিত দাতব্য প্রতিষ্ঠান সেন্টারপয়েন্টের সহায়তায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হাউজিং অ্যান্ড প্ল্যানিং রিসার্চ ওই গবেষণাটি চালায়। ওই গবেষণায় গৃহহীনদের প্রকৃত চিত্র ও সর্বশেষ পরিসংখ্যান বেরিয়ে এসেছে।
এই গবেষণার প্রাপ্ত তথ্যের প্রতিক্রিয়ায় দেশটির আশ্রয় দপ্তরের প্রধান নির্বাহী ক্যাম্পবেল রোব বলেন, নতুন এই গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে এটাই প্রমাণিত হয় যে, ১৮ থেকে ২১ বছর বয়সীদের জন্য আবাসন সহায়তা সুবিধা সংকুচিত করে আনার যে পরিকল্পনা করছে সরকার তা শুধু বিপর্যয়ই ডেকে আনবে। কারণ ওই সহায়তা নিয়েই তরুণরা রাস্তা ছেড়ে হোস্টেলে থাকার খরচ বহন করতে সক্ষম হতো। সরকার যদি সত্যিকার অর্থেই তরুণদের সহায়তা করতে চায় তাহলে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ, নিরুপদ্রব ও সত্যিকার অর্থেই ব্যয়ভার বহনযোগ্য বাড়ি নির্মাণে বিনিয়োগ করতে হবে। আর এটাই এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। নয়তো সরকার যে হালকা সামাজিক নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করেছে তাও ভেঙে পড়বে। সম্প্রতি হুঁশিয়ারি জারি করা হয়েছে, ব্রিটেন শিগগিরই চরম আবাসন সঙ্কটে পড়তে যাচ্ছে। দেশটিতে অন্তত ৬৫ হাজার পরিবার গৃহহীন রয়েছে। ২০০৮ সালের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।