গ্রিস নিয়ে আলোচনার দরোজা খোলা
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, গ্রিসের ঋণ সংকট নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার দরোজা খোলা রয়েছে। তবে তারা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে এথেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন।
গ্রিকরা ‘না’ ভোটে ঋণদাতাদের অর্থনীতি পুনরুদ্ধার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর প্যারিসে মের্কেলের সাথে বৈঠকের পর ওলাঁদ বলেন, আলোচনার দরোজা খোলা রয়েছে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এবং তা কেবল গ্রিসের জন্যে নয়, ইউরোপের জন্যেও।
মের্কেল ওলাঁদের সঙ্গে সুর মিলিয়ে আলোচনার টেবিলে ফেরার পথ খোলা রয়েছে উল্লেখ করে বলেন, আমরা এখন গ্রিক প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় রয়েছি।
তবে তিনি বলেন, ইউরোজোনের ১৯ দেশের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনও গুরুত্বপূর্ণ।
এদিকে গ্রিস সংকট নিয়ে আজ মঙ্গলবার ইউরোজোনভুক্ত দেশগুলো বৈঠকে বসছে। এতে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসও যোগ দেবেন এবং নতুন প্রস্তাব তুলে ধরবেন।