লন্ডন হামলার ১০ বছর পরেও হুমকির মুখে ব্রিটেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন সন্ত্রাসবাদের হুমকি যে এখনো বাস্তব এবং কিছুদিন আগে তিউনিসিয়াতে ৩০ জন ব্রিটিশ পর্যটকের নিহত হওয়ার ঘটনা সে কথাই মনে করিয়ে দিচ্ছে।
২০০৫ সালের লন্ডন হামলার ১০ বছর পূর্তিতে ঐ হামলার কথা স্মরণ করে এক বার্তায় তিনি বলেন সন্ত্রাসবাদের ভয়ে ভীত নয় তাদের দেশ।
২০০৫ সালে ৭ জুলাই লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ও একটি বাসে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন।
ঐ হামলায় সাতশ’র বেশি মানুষ আহত হন। লন্ডন বোমা হামলাকারীদের সাথে আল-কায়েদার সংযোগ ছিল।
আজ মঙ্গলবার ঐ হামলার নিহতদের স্মরণে সেন্ট পল ক্যাথেড্রালে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা যোগ দেবেন। এক মিনিট নীরবতা পালন করা হবে তখন। হাইড পার্কের একটি স্মরণ সভায় প্রিন্স উইলিয়ামের যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে গত ২৬ শে জুন তিউনেশিয়াতে বন্দুকধারীর গুলিতে ৩৮ জন পর্যটক নিহত হন যাদের মধ্যেই ৩০জন ছিলেন ব্রিটিশ নাগরিক।