১লা সেপ্টেম্বর টরন্টোতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কার্যক্রম

অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১লা সেপ্টেম্বর ২০১৩, রবিবার, টরন্টোর বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস (2670 Danforth Ave, 2nd Floor, Toronto, Ontario, M4C 1L7) এর নিজস্ব ভবনে কনসু্যলার সেবা প্রদান করা হবে। সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। ঐদিন সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এবং নো ভিসা, ভিসা, পাসপোর্ট নবায়ন এবং এটাষ্টেশন (জরুরী) সংক্রান্ত কাজ ঐদিন সম্পন্ন করে বিকাল ৪টায় ফেরত প্রদান করা হবে। ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র এবং এটাষ্টেশন (সাধারণ) সংক্রান্ত কাগজপত্র ঐদিন গ্রহণ করা হবে এবং পরবর্তীতে ডাকযোগে ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে স্বঠিকানা সম্বলিত একটি ফেরত খাম (এক্সপ্রেস পোষ্ট) আবেদনের সাথে প্রদান করতে হবে। নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট) এর জন্য আবেদনকারীকে স্বশরীরে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথে্যর জন্য যোগাযোগ ৬১৩-২৩৬০১৩৮/৯, এক্স ২২৫ বা ২২৯, www.bdhc.org

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button