৪০,০০০ মার্কিন সৈন্য কমাচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন সেনাবাহিনীর আকার কমতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী ২০১৭ সালের শেষ নাগাদ ৪০,০০০ সদস্য কমাবে।
ব্যয় কাটছাঁটের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী থেকে ১৭,০০০ বেসামরিক কর্মীকেও ছাঁটাই করা হবে।
মার্কিন সেনাবাহিনীর এই পরিকল্পনা চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমে সাড়ে চার লাখ দাঁড়াবে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় পাঁচ লাখ ৭০,০০০ সদস্য ছিল।
আগামী অক্টোবরে বাজেট হ্রাস কার্যকর হলে সেনাবাহিনীকে আরো ৩০,০০০ সৈন্য কমাতে হবে ইউএস টুডে জানিয়েছে।
আফগানিস্তানে এখনো দেশটির ১০,০০০ সেনা মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালে ইরাক অভিযান সমাপ্ত ঘোষণা করলে সেখান থেকে প্রায় সব সেনা প্রত্যাহার করা হয়।
তবে জঙ্গিগোষ্ঠি আইএসের উত্থানের পর তাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তার জন্য দেশটিতে এখন প্রায় ৩৫০ মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে।
সৈন্য সংখ্যা কমানোর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৯৪০ সালের পর এবারই মার্কিন সেনাবাহিনীতে সবচেয়ে কম সংখ্যক কর্মী থাকবে।
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগের বছরে যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা ছিল দুই লাখ ৭০,০০০। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার আগের বছর সৈন্য সংখ্যা ছিল চার লাখ ৮০,০০০।