ল্যাটিন আমেরিকার সব দেশেই আড়ি পাতছে আমেরিকা

NSAঅনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএ দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় সব দেশের যোগাযোগ ব্যবস্থার ওপর আড়ি পাতে। চিলির গণমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।

অ্যাসাঞ্জ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের সময় ল্যাতিন আমেরিকার ৯৮ শতাংশ যোগাযোগের ওপর আড়ি পাতা হয়। এ ছাড়া, এনএসএ’র তথ্য সংগ্রহে গুগোল এবং ফেসবুকের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। অ্যাসাঞ্জ বলেন, এই দুই সংস্থার দফতর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত হওয়ায় এরা মার্কিন আইনের আওতার মধ্যেই পড়ে। শাস্তিমূলক আইন প্রয়োগ করে কাঙ্ক্ষিত তথ্য প্রদানে তাদের বাধ্য করা হয়।

এ দিকে, রোববার উইকিলিকসের ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রেসিডেন্ট দিলমা রুসেফসহ ব্রাজিল সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আড়ি পেতেছে এনএসএ। এ ছাড়া, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতদের বিরুদ্ধেও আড়ি পেতেছে এনএসএ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button