মুক্তি পেলেন হুসনি মুবারক
মিসরের সাবেক প্রেসিডেন্ট হুসনি মুবারক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার তিনি জেল থেকে ছাড়া পান।উপযুক্ত প্রমাণের অভাবে দেশটির একটি আদালত তাকে মুক্তি দেয়। আদালত মুবারককে মুক্তির নির্দেশ দিলে তোরা কারাগার থেকে একটি মেডিক্যাল হেলিকপ্টার যোগে তাকে কায়রোর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তোরা কারাগারের সামনে তার সমর্থকরা পতাকা উড়িয়ে উল্লাস করে। মিসরের একটি টিভি চ্যানেলে এই দৃশ্য প্রচার করা হয়।
গতকাল বুধবার দেশটির একটি আদালত মুবারককে মুক্তির নির্দেশ দেয়। তার বিরুদ্ধে দুনীতি এবং বিক্ষভ দমন অভিযারন হত্যার অভিযোগ ছিল। তিনি ছাড়া পাওয়ার পর পররেই দেশটির প্রধানমন্ত্রী হাজেম-আল বেবলাভি এক বিবৃতিতে বলেন, মুবারক মুক্তি পেলেও দেশে জরুরী অবস্থার কারণে তিনি গৃহবন্দি অবস্থায় থাকবেন।