তিউনিশিয়ায় ভূমধ্যসাগর উপকূলে ২৭ মৃত অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূল থেকে ২৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে পাড়ি দেয়ার সময় বোটডুবিতে তারা প্রাণ হারান। এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলেছে, গত ২৪ ঘণ্টায় ইতালির সিসিলি চ্যানেল থেকে বাতাসের বেগ অনেক বেশি থাকার সত্ত্বেও, হাজার হাজার অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এ মাসের ৩ থেকে ১০ তারিখের মধ্যে দুটি শহরের সমুদ্র উপকূল থেকে লাশগুলো উদ্ধার করেন তিউনিশিয়ার নৌবাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা ইউনিটের সদস্যরা। হতভাগ্য ব্যক্তিরা আফ্রিকার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি গত কয়েক সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছি। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রসমূহের সম্মিলিত উদ্ধার তৎপরতার কারণে সমুদ্রে সলিলসমাধির হার অনেক কমেছে।