সব রেকর্ড ভঙ্গ, ডলারের বিপরীতে রুপির দাম সর্বনিম্নে
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমা অব্যাহত রয়েছে। আজ (বৃহস্পতিবার) দাম কমার ধারাবাহিকতায় সব রেকর্ড ছাড়িয়েছে এবং মার্কিন এক ডলার কিনতে ভারতীয় নাগরিকদের খরচ করতে হচ্ছে ৬৫.১২ রুপি।
এর আগে, বুধবার ভারতের বাজারে রুপির মারাত্মক দরপতন হয় এবং প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৬৪.৫৫। তবে দিন শেষে রুপি কিছুটা শক্তি ফিরে পায় এবং ৬৪.১১ মূল্যমান নিয়ে দিনের লেনদেন শেষ হয়। কিন্তু, ভারতের বাজারে বৃহস্পতিবার লেনদেন শুরুর মুহূর্তেই আবার দরপতন হয় এবং আগের সব রেকর্ড ভেঙে রুপির দাম ৬৫.১২তে পৌঁছায়।
ডলারের এ ঊর্ধ্বমুখী অবস্থা ভারতের শেয়ারবাজারেও প্রভাব ফেলেছে। বুধবার নিফটি’র সূচক ৫৩০০’র নিচে নেমে আসে। তবে দিনের শেষ পর্যায়ে রুপির দাম কিছুটা বাড়লে নিফটিতেও সামান্য চাঙ্গাভাব ফিরে আসে। অবশ্য, শক্তিশালী অবস্থায় ছিল বিএসই সেনসেক্সর শেয়ারসূচক।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম আমেরিকার অর্থনীতি চাঙ্গা করার জন্য আগামী মাসে প্রণোদনামূলক ব্যবস্থা নেবে- এমন ঘোষণার পর ভারতের বাজারে রুপির মারাত্মক দরপতন হয়। কোনো কোনো সংস্থা থেকে সতর্ক করা হয়েছে- আগামী এক মাসের মধ্যে রুপির দাম কমে ৭০-এ পৌঁছাতে পারে।