‘ব্রিটেনে সন্ত্রাস বিরোধী আইনে টার্গেট মুসলমানরাই’
ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক অভিযোগ করেছেন, সেদেশে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক নতুন আইন সন্ত্রাসীদের দমনের পরিবর্তে মুসলমানদেরকে টার্গেটে পরিণত করবে। ইন্টারনেট ভিত্তিক ওয়ার্ল্ড বুলেটিন বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে কুরআন বিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘ইকনা’এ খবর দিয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, ব্রিটেন বিশ্ববিদ্যালয়গুলোর এ শিক্ষকরা এক খোলা চিঠিতে সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক নতুন আইনকে বাক স্বাধীনতার প্রতি সরাসরি অবমাননা হিসেবে অভিহিত করেছেন। ২৮০ জন শিক্ষক, আইনজীবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষরিত ওই চিঠিটি ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এ আইন বাস্তবায়িত হলে ব্রিটেনে নিরাপত্তাহীনতা তৈরি হবে।
তারা অভিযোগ করেছেন, সম্ভাব্য সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য দাড়ি রাখা, হিজাব ব্যবহারকারী অথবা ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিত্বদেরকে প্রাধান্য দেয়া হয়েছে যা কিনা ইসলাম ও মুসলিম বিদ্বেষের প্রমাণ।
সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক নতুন আইনের প্রয়োগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দাবিকে প্রত্যাখ্যান করে ওই চিঠিতে আরো বলা হয়েছে, এ আইন স্বাধীন মত প্রকাশের বিরোধী এবং রাজনৈতিক মতপার্থক্যকে উস্কে দেবে। চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন আইন সামাজিক নিরাপত্তায় ভূমিকা রাখবে না।