গ্রিস সংকট সমাধানে তৃতীয় বেইলআউট চুক্তি
ইউরোজোন নেতারা অবশেষে গ্রিস নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে।
সোমবার ইউরোজোনের নেতারা এই চুক্তি সম্পর্কে এক ঘোষণা দেন।
ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেন, “গ্রিসের দেউলিয়াত্ব ঠেকাতে বেইলআউট বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছি। ভবিষ্যতে দেশটির অর্থনীতির পুনরুদ্ধারে গ্রিসের প্রতি ইইউ’র সমর্থন অব্যাহত থাকবে”।
ইউরোজোন নেতাদের এই সমর্থনের ফলে গ্রিসকে ইউরোজোন থেকে বের হয়ে যেতে হবে না।
ইউরোপীয়ান কমিশনের প্রধান জন ক্লড জাংকার বলেন, গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে যাচ্ছে এমন একটি আতঙ্কে ছিল সবাই। আমাদের চুক্তির ফলে এই আতঙ্ক কেটে গেল।
তবে গ্রিসকে ইইউ কিরকম সমর্থন দিচ্ছে কিংবা গ্রিস কোন পদ্ধতিতে ঋণ শোধ করবে সে প্রসঙ্গে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
১৭ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর গ্রিসের তৃতীয় বেইলআউট কেন্দ্রিক একটি চুক্তি করতে সক্ষম হলেন ইউরোজোন নেতারা।
এদিকে গ্রিস যে সংস্কার প্রস্তাব ইউরোজোনের কাছে দিয়েছে সেটি আগামী বুধবার নাগাদ পাস হবে বলে আশা করা হচ্ছে।-বিবিসি বাংলা