সৌদি সরকারে আবার রদবদল
সৌদি আরবের বাদশাহ সালমান তার সরকারে সোমবার আবারো রদবদল করেছেন।
সর্বশেষ এ রদবদলে তিনি নতুন একজন গৃহায়ন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন এবং রয়্যাল কোর্টের প্রধানের পদে পরিবর্তন এনেছেন।
এক সরকারি ফরমানে রয়্যাল কোর্টের প্রধান হিসেবে হামাদ বিন আব্দুলাজিজ আল-সুওয়াইলেমের পরিবর্তে প্রতিমন্ত্রী খালিদ বিন আবদুল রহমান আল-ইসার নাম ঘোষণা করেন।
সরকারি ওই ঘোষণায় এ রদবদল বা ওই পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সৌদি সরকারের ব্যাপক রদবদলের অংশ হিসেবে সালমানের ক্ষমতাবান পুত্র প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে গত এপ্রিল মাসের শেষের দিকে দায়িত্ব নেয়ার পর থেকে সুওয়াইলেম রয়্যাল কোর্টের দায়িত্ব পালন করছিলেন। ওই রদবদলে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে বাদশাহ’র পুত্রের নাম ঘোষণা করা হয় এবং সিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রাখা হয়।
মোহাম্মাদ বিন সালমানকে প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য পদের দায়িত্ব দেয়া হয়। ওই সময় বাদশাহ ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মোহাম্মাদ বিন নায়েফের নাম ঘোষণা করেন।
এদিকে সোমবার পৃথক এক সরকারি ফরমানে গৃহায়ন মন্ত্রী হিসেবে মজিদ বিন আবদুল্লাহ বিন হামাদ আল-হাগাইলের নাম ঘোষণা করা হয়। ওই সরকারি ঘোষণায় একজন অধ্যাপক হিসেবে হাগাইলকে উল্লেখ করা হয়।