শ্রীনগরে এশিয়ার দীর্ঘতম ইফতার পার্টি
ভারতের শ্রীনগরে নৈসর্গিক ডাল লেকের তীরে শনিবার এশিয়ার সবচেয়ে দীর্ঘ ইফতার পার্টি আয়োজন করার দাবি করেছেন একদল যুবক। আয়োজকরা জানান, ১ দশমিক ৬ কিলোমিটার দস্তরখানা (ডাইনিং ক্লথ) বিছিয়ে দেয়া হয়, যা আগের ১ দশমিক ০৩ কিলোমিটারের রেকর্ড ভেঙে দিয়েছে। আয়োজকরা দাবি করেন, এই আয়োজনে অংশ নিতে ডাল লেকের তীরে বুলিভার্দ রোডে নারী ও শিশুসহ শত শত মানুষ সমবেত হয়। তারা জানান, দুই বছর আগে শারজায় আল-নূর মসজিদের কাছে ১ দশমিক ০৩ কিলোমিটার দস্তরখানা বিছিয়ে ইফতার পার্টির আয়োজন করে রেকর্ড গড়া হয়েছিল। ওই অনুষ্ঠানের নাম ছিল ‘দানের আনন্দ’। এবার শ্রীনগরের আয়োজকরা লেকের ফুটপাতে ১ দশমিক ৬ কিলোমিটারজুড়ে দস্তরখানা বিছিয়ে দিলে সেখানে রোজদাররা ইফতার করেন। এই আয়োজনের মূল লক্ষ্য সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়া এবং একসঙ্গে রমজান মাস উদযাপন করা। আহমার খান নামের এক আয়োজক বলেন, “আমাদের সঙ্গে ইফতার করতে প্রত্যেককে দাওয়াত দিয়েছিলাম। আমরা এতিম শিশুদেরও দাওয়াত দিয়েছিলাম। তাদেরকে সমাজের অংশ করতে এটি একটি ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন শ্রীনগরে এর আগে কখনো হয়নি। এমনকি আমরা দেশের মধ্যেও এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করিনি।