মিসরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত করেছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিসরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মিসরকে আর্থিক সাহায্য দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করারও সিদ্ধান্ত হয়েছে। বুধবার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ দমন অভিযানে’ ব্যবহৃত হতে পারে এমন যেকোন অস্ত্র মিসরের কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মিসরের বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগেরও তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা। অ্যাশ্টোন এ সম্পর্কে বলেন, “আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই এবং মনে করি, সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে যে বলপ্রয়োগ করেছে তা সঠিক ছিল না।” ইইউ’র প্রধান কূটনীতিক আরো জানিয়েছেন, মিসরকে নিয়মিত যেসব সাহায্য ইউরোপীয় দেশগুলো দিতো তা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা। তবে মিসরে ‘অতি জরুরি’ সাহায্য যাওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুতির সামরিক অভ্যুত্থানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হাত রয়েছে বলে মনে করা হয়।