স্রেব্রেনিচা গণহত্যা নিয়ে ইউসুফ ইসলামের হৃদয়গ্রাহী যন্ত্রসঙ্গীত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ ইউসুফ ইসলাম, ইসলাম গ্রহণের আগে যিনি ক্যাট স্টিভেন্স নামে পরিচিতি ছিলেন, বসনিয়ার স্রেব্রেনিচায় গণহত্যার শিকার নিরস্ত্র মুসলিমদের স্মরণে একটি হৃদয়গ্রাহী যন্ত্রসঙ্গীত রচনা করেছেন।
‘মর্নিং হ্যাজ ব্রোকেন’ এবং ‘পিস ট্রেন’র মতো আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীতের গায়ক এই বিশ্বতারকা স্রেব্রেনিচায় খ্রিস্টান জঙ্গিদের হাতে নিহত ৮৩৭২ জন মুসলিমের হৃদয়বিদারক মৃত্যু এবং তাদের পরিবারের দুঃসহ যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন এ যন্ত্রসঙ্গীতে।
দাতব্য সংস্থা রিমেমবারিং স্রেব্রেনিচা (স্রেব্রেনিচা স্মরণ) সংগঠনের কাছে এক প্রতিবেদনে ইউসুফ ইসলাম বলেছেন, তার হৃদয় থেকেই স্রেব্রেনিচা নামের এ সুর বেরিয়ে এসেছে।
কোনো বাক্য ছাড়াই তিনি তাকে সুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
‘আমার সঙ্গীত ক্যারিয়ারের পুরো জীবনে আমি মাত্র অর্ধডজন যন্ত্রসঙ্গীত রচনা করেছি। অনেক সময় যন্ত্রসঙ্গীতই যথেষ্ট।
আপনার কথা কিংবা সুরের প্রয়োজন নেই। সুরই কাহিনীকে ফুটিয়ে তোলে। স্রেব্রেনিচায় কী ঘটেছিল তা যারা দেখতে ও শুনতে পায়নি (এই যন্ত্রসঙ্গীতের মাধ্যমে) তারাও তা অনুধাবন করতে পারবেন।’