অবশেষে ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে চুক্তি
কূটনীতিকরা বলছেন ভিয়েনাতে ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছেন আলোচনাকারী পক্ষগুলো। নাম প্রকাশ না করে একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন এই চুক্তির জন্য শেষ যে বাধা গুলো ছিল সেসব আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা গেছে।
এই চুক্তিতে ইরানের পরমাণু সম্পর্কিত তৎপরতা কমিয়ে আনা এবং তার পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দুইজন ইরানীয়ান কূটনীতিক নাম প্রকাশ না করে বলেছেন মঙ্গলবার সকালেই এই চুক্তিতে পৌঁছেছে তারা। তাদের একজন বলেছেন এই চুক্তিতে পরমাণু সাইট গুলাতে পর্যবেক্ষণের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে।
তারা জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সেনাবাহিনীর স্থাপনাগুলাতে পর্যবেক্ষণের অনুমতি দেবে। কিন্তু ইরান প্রবেশের ব্যাপারে যে কোনো অনুরোধের চ্যালেঞ্জ করতে পারবে। এই সঙ্কট নিরসনের জন্যে দুটো পক্ষের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে আলোচনা চলছে।
পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু শুরু থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করে ইরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তাদের এই কর্মসূচি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি এবং ইরানের মধ্যে এই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে।