যে মুসলিম দেশে নেকাব পরলে গ্রেফতার !
নেকাব পড়ার স্বাধীনতা মুসলিম নারীদের একটি অধিকার। কিন্তু সম্প্রতি মধ্য আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ চাদে নিরাপত্তার স্বার্থে নেকাব নিষিদ্ধ করা হয়েছে। তার পরেও কেউ নেকাব পরলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রাজধানীতে বোকো হারেমের এক আত্মঘাতী বোমা হামলার পর এই নির্দেশ জারি করা হয়েছে চাদ সরকার। ওই হামলায় বোরখা ও নেকাব পরিহিত এক নারী বোমাটি বহন করছিলেন বলে দাবি করা হয়। এতে ১৫ জন নিহত হয়।
শনিবারের হামলার পর চাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে সেনা মোতায়েনের পাশাপাশি রাস্তার মোড়, বাজার ও মসজিদেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র পল মঙ্গা বলেন, ‘এই হামলার পর এটা নিশ্চিত যে মুখ ঢাকা নেকাব নিষিদ্ধ করা জরুরি ছিল। সব নাগরিকেরই এই নিষেধাজ্ঞা মেনে চলা উচিত।’
তিনি আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞা অমান্য করলে তিনি যেই হোন না কেন তাকে গ্রেফতার করা হবে এবং বিচারের আওতায় নিয়ে আসা হবে।’ -আল-জাজিরা।