এয়ার অ্যাম্বুলেন্সে কাজ শুরু করলেন ব্রিটেনের যুবরাজ
রাজ পরিবারের মায়া এবং রাজত্ব ত্যেগ করে এবার এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হিসেবে কাজ শুরু করলেন ব্রিটেনের যুবরাজ। প্রথম দিনের কাজে যোগ দিয়ে আকাশে উড়লেন তিনি। একটু উদ্বিগ্ন দেখালেও নতুন কাজে যথেষ্ট খুশি বলেও জানিয়েছেন প্রিন্স উইলিয়াম।
পথ দুর্ঘটনায় কিংবা হার্ট অ্যাটাকের মত জরুরীকালীন ঘটনায় কাজ করে এই অ্যাম্বুলেন্স। তৎক্ষণাৎ চিকিৎসার সরঞ্জাম নিয়ে পৌঁছে যায় যথাস্থানে। এভাবেই কাজ করে ব্রিটেনের সংস্থা অ্যাঞ্জলিয়ান এয়ার অ্যাম্বুলেন্স। সেখানেই এবার থেকে কাজ করবেন যুবরাজ। সাড়ে ন’ঘণ্টা তাঁকে ডিউটিতে থাকতে হবে প্রথম কয়েকমাস। করতে হবে নাইট শিফটও।
তিনি জানিয়েছেন, ভবিষ্যতে তিনি কম কাজ করবেন ও তাঁর রাজপরিবারের দায়িত্ব পালন করবেন। প্রথম দিনের ডিউটি শেষে তিনি বলেন, “এই কাজ আমাকে মানুষের কাছে থাকতে সাহায্য করে।” তাঁর চাকরির মাইনে পুরোটাই চ্যারিটিতে দিয়ে দেওয়া হয়।