প্রথমবারের মতো শীর্ষ দশে সৌদি সুপারকম্পিউটার
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ সুপারকম্পিউটারের তালিকায় প্রথমবারের মতো নাম লেখাতে সমর্থ হয়েছে সৌদি আরবের শাহিন ২। কেবল সৌদি আরবই নয়, গোটা মধ্যপ্রাচ্যেরই প্রথম সুপারকম্পিউটার হিসেবে শীর্ষ দশ সুপারকম্পিউটারে স্থান করে নিয়েছে সৌদি আরবের কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই ক্রে এক্সসি৪০ সুপারকম্পিউটার।
সুপারকম্পিউটার মনিটরিং ওয়েবসাইট টপ ৫০০ জানিয়েছে, বর্তমানে সপ্তম অবস্থানে রয়েছে শাহিন ২। ২২ বছর ধরে টপ ৫০০-এর তালিকাতেও এটিই সর্বোচ্চ গতিবেগের সুপারকম্পিউটার। এই সুপারকম্পিউটারের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে ৫.৫৩৬ পেটাফ্লপ।
প্রায় ৮০ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই সুপারকম্পিউটারে রয়েছে দুই লক্ষ প্রসেসর, ১৭.৬ পেটাবাইট স্টোরেজ এবং ৭৯০ টেরাবাইট মেইন মেমোরি। আবহাওয়ার গতিবিধি মনিটরিং, ইঞ্জিনের টার্বুলেন্স মডেলিং এবং নবায়নযোগ্য শক্তির গবেষণায় মূলত নিয়োজিত রয়েছে শাহিন ২। উল্লেখ্য, টপ ৫০০-এর তালিকায় এখনও ৩৩.৮৬ পেটাফ্লপ গতিবেগ নিয়ে সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষে রয়েছে চীনের টায়ানহে-২।