কুরআন পাঠে দেশসেরা হাফেজ জোবায়ের

Quranদেশের সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কোরআনের আলো’র এবারের বিজয়ী হলেন হাফেজ মো. জোবায়ের আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে হাফেজ মো. হামিদুল ইসলাম ও হাফেজ মো. শহীদুল ইসলাম মিসবাহ। আর হাফেজ মো. আবদুর রহমান হয়েছেন চতুর্থ।

বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে ‘পিএইচপি কুরআনের আলো’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান ভুঁইয়া।

‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম হাফেজ মো. জোবায়ের আহমেদ পেয়েছেন তিন লাখ টাকা। এ ছাড়া আছে বিজয়ী ও তার শিক্ষকের ওমরাহ হজ পালনের ব্যবস্থা। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হাফেজ মো. হামিদুল ইসলাম ও হাফেজ মো. শহীদুল ইসলাম মিসবাহ পেয়েছেন যথাক্রমে দুই ও এক লাখ টাকার চেক। আর চতুর্থ বিজয়ী হাফেজ মো. আবদুর রহমান পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ কলিম সিদ্দিকীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের বক্তৃতায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘৭০-৭৫টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এসেছে বাংলাদেশের হাফেজরা। তাদের মাধ্যমে ইনশাল্লাহ সারা বিশ্বে ইসলামের পতাকা পত পত করে উড়বে।’ তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতার মধ্যেই যেন তারা সীমাবদ্ধ না থাকে। আমরা তাদের লালন পালন করতে চাই। তাদের আরো শিক্ষায় শিক্ষিত করতে চাই। তারা যেন ভবিষ্যতে ইসলামের খেদমতে আরো বেশি কাজ করতে পারে।’

রমজান মাসজুড়ে কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে দর্শকদের মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন খুদে হাফেজরা। অমিত সম্ভাবনার আধার আর বিশ্বময় পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এই খুদে সৈনিকদের মধুর কণ্ঠে মোহিত হয় হোটেল সোনারগাঁওয়ের বলরুম। গ্র্যান্ড ফিনালেতে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে এসেছিলেন দেশের সম্মানিত অনেক ব্যক্তি।

সারা দেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে প্রায় ৩০ হাজার প্রতিযোগী ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতায় অংশ নেয়। খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত পবিত্র কোরআনের এই আলো আলোকিত করেছিল লাখো দর্শক-শ্রোতার হৃদয়। উপস্থিত সবার কণ্ঠেই ছিল তাই এমন নান্দনিক আয়োজনের গুণগান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button