যে কারণে এক মাস রোজা রাখলেন মার্কিন খ্রিস্টান
সারা বিশ্বের ১৬০ কোটি মুসলমানের মতই জেফ কুক পবিত্র রমজান মাসে শেষ রাতে খাবার গ্রহণ করেন এবং নৈশভোজের আগে কিছুই খান না।
কিন্তু জেফ কুক মুসলিম নন। তিনি মসজিদেও যান না। মুসলিমদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুও নেই তার।
তিনি এক মাস রোজা রাখছেন শুধু মুসলমানদের সাথে সংহতি প্রকাশ এবং তাদের আরো ভালোভাবে বুঝার জন্য।
ফেসবুকে তিনি নিজেই একটি ছবি পোস্ট করেছেন যেখানে লেখা-‘আমি জেফ- একজন আমেরিকান খ্রিস্টান। রমজানে খ্রিস্টানদের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য আমি রোজা রাখব।’
আমেরিকার জনসংখ্যার মাত্র ২ ভাগ মুসলিম। তবে বিশ্বের সর্বত্রই মুসলমানের সংখ্যা দ্রুত বাড়ছে।
পিউ রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে, অন্য যে কোনো ধর্মের চেয়ে আমেরিকানদের ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা বেশি।
‘আমি রোজা রাখছি এ কারণে যে আমি নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্বব্যাপী যারা ইসলাম গ্রহণ করেছেন ঈশ্বরের কাছে তাদের গুরুত্ব আছে। আমি আমাকে এবং আমার সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের ব্যাপারে আমাদের অন্তরে ভিন্নতর প্রকাশ হতে পারে,’ বলছিলেন জেফ কুক।
তার স্ত্রী ও দুই সন্তানও তাকে রোজা রাখায় সহযোগিতা করেন, যদিও তারা নিজেরা রোজা রাখেন না।
কুক বলেন, ‘প্রমাণিত হচ্ছে যে আধ্যাত্মিক দিক থেকে রমজান বেশ মূল্যবান।’
কুককে রোজা রাখতে অনুপ্রাণিত করেছিলেন আমেরিকার মুসলিমরাই।
খ্রিস্টানদের ছয় সপ্তাহব্যাপী লেন্ট নামের এক ধর্মীয় অনুষ্ঠানের প্রতি চলতি বছরের গোড়ার দিকে সংহতি প্রকাশ করেন তারা। মুসলিমদের এ আচরণে মুগ্ধ হন অনেক খ্রিস্টান।
শুধু কুক নন, অনেক আমেরিকান খ্রিস্টানই মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করে রোজা রাখেন। অনেকেই তাদের প্রশংসা করেন। কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়েন না।
যেমন অ্যান্থনি ম্যানুসস। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যান্থনির স্ত্রীও খ্রিস্টান। প্রথমে স্ত্রী অ্যান্থনির রোজা রাখায় কিছুটা আপত্তি তুললেও যখন বুঝতে পারেন যে তার স্বামী ভালো খ্রিস্টান হওয়ার জন্যই রোজা রাখছেন, তখন খুশি হন।
কারণ প্রতিবেশীকে এবং শত্রুকে ভালোবাসা তো খ্রিস্টান ধর্মেরও উপদেশ।
ম্যানুসস ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকেই রোজা রাখছেন। তিনি মসজিদও পরিদর্শন করেছেন।
তার মুসলিম বন্ধুরা তাকে এ কাজে সহায়তা করেছেন।
জেফ কুক বলছেন, রোজা রেখে তিনি যে শিক্ষা পেয়েছে তা হলো- তার জন্য নিঃসঙ্গতা কঠিন হয়ে পড়েছে।
তার ভাষায়, এখন ‘আমার কিছু মুসলিম বন্ধু দরকার।’ -ওয়াল স্ট্রিট জার্নাল